Honey

লিচু ফুলের মধু

litchi honey

এই সিজনের সেরা মধু লিচু ফুলের মধু। আপনি যদি ভালো মানের এ গ্রেডের লিচু ফুলের মধু খুজে থাকেন, তাহলে আপনি আমাদের কাছ থেকে নিয়ে টেস্ট করতে পারেন আশা করি ইনশাআল্লাহ আমাদের মধু আপনাকে মান এবং স্বাদের দিক থেকে সন্তুষ্টি করবে।

লিচু ফুলের মধু খেতে যেমন সুস্বাদু তেমনি নানা পুষ্টিগুণে ভরপুর যা হজমে সহায়তা, পাকস্থলীর সুস্থতা, ওজন কমাতে, আমাশয় ও পেটের পীড়া নিরাময়ে, কোষ্ঠকাঠিন্য, রক্তশূন্যতা, অনিদ্রার মতন কঠিন সমস্যা দূর করতে সাহায্য করে থাকে।

পবিত্র কুরআনে আল্লাহ বলেছেন, “তার পেট থেকে এমন পানীয় বের হয়, যার রং ভিন্ন ভিন্ন, যাতে রয়েছে মানুষের জন্য রোগ নিরাময়”। Surah An Nahl | Ayah 69

তাই আপনি আপনার পরিবারের শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ম্রুব্বিদের জন্য সকালের নাস্তা, দুপুরের প্রশান্তির সিড শরবত, বিকালের মিস্টান নাস্তা অথবা চিনির পরিবর্তে যেকোনো পরিবেশনায় ব্যবহার করতে পারেন আমাদের এই লিচু ফুলের মধু।

দুঃখের বিষয় অনলাইনে নিম্ন মানের অপরিপক্ক পাতলা মধুতে ভরপুর , সামান্য কিছু টাকা বাচাতে আপনি ও আপনার পরিবার প্রকিত মধুর স্বাদ ও পুষ্টিগুণ থেকে বঞ্চিত হচ্ছেন।

এসব নিন্মমানের মধু অনেক সময় শরীরের জন্য ক্ষতির কারন ও হতে পারে। তাই মধু কিনতে একটু সতর্ক হওয়া উচিত।

বেশিরভাগ লিচু গাছে ফুল থেকে লিচু চলে এসেছে তাই মধুর উইপাদন প্রায় শেষ বলা চলে আর যার কারনে মধুর দাম খুব তারতারি বেরে যাবে, তাই এখনই সময় এ গ্রেডের ভালো মানের সুস্বাদু মধু অডার করবার।

অডার করেতে ক্লিক করুন অডার নাউ বাটনে অথবা কল করুন ০১৯৭৯ ২১ ৭১ ২২, চাইলে whatsapp ম্যাসেজ করতে পারেন একই নম্বরে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *